জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, তিন পুলিশ সদস্যসহ আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 04 Aug 2024, 01:48 PM
মাগুরা শহরে পুলিশ ও বিএনপি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষের পর এক ছাত্রদল নেতা ও পথচারীরর গুলিবিদ্ধ লাশ নেওয়া হয়েছে হাসপাতালে।
রোববার বেলা ১১টার দিকে শহরের ঢাকা রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রাব্বী এবং পথচারী ফরহাদ হোসেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সকালে পারনান্দুয়ালী এলাকা থেকে বিএনপি নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে শহরে ঢুকতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে, পুলিশও তাদের ধাওয়া করে রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে।
এ সময় জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান রাব্বী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি করেছেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম।
তিনি বলেন, “পুলিশের গুলিতে রাব্বি নিহত হয়েছে। তার বুকে গুলি লেগেছে।”
এরপর দুপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান ফরহাদ হোসেন। তিনি শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামের গোলাম রসুলের ছেলে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের কর্মী আজিজুর রহমান বলেন, বেলা ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ বিশ্বাস জানান, তিন পুলিশ সদস্যসহ আহত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।