২০১৩ সালে রিয়াদকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কুপিয়ে হত্যা করে ফুটবল মাঠে ফেলে রাখেন আশরাফুল।
Published : 22 Feb 2024, 08:17 AM
সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুরের তৃতীয় শ্রেণির ছাত্র রিয়াদ হোসেনকে অপহরণের পর হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী আসামির অনুপস্থিতিতে এই রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল লতিফ জানান।
দণ্ডপ্রাপ্ত আশরাফুল ইসলাম তালা উপজেলার সুভাষিনী গ্রামের বাসিন্দা।
মামলার বরাতে আইনজীবী বলেন, কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলা কিন্ডারগার্টেনে তৃতীয় শ্রেণিতে পড়ত। তাদের বাড়িতে আসামির যাতায়াত ছিল। একপর্যায়ে জিয়াউর রহমানের মেয়েকে বিয়ের প্রস্তাব দেন আশরাফুল। কিন্তু পারিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আশরাফুল প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজতে থাকেন।
২০১৩ সালের ১২ ডিসেম্বর রিয়াদকে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে কুপিয়ে হত্যা করে সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে ফেলে রাখেন আশরাফুল। পরের দিন সকালে বলাডাঙ্গা ফুটবল মাঠ থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ওই দিন রাতে জিয়াউর রহমান বাদী হয়ে আশরাফুল ইসলামকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা করেন।
তদন্ত কর্মকর্তা এসআই হুমায়ুন কবির ২০১৬ সালের ১৪ জুলাই আশরাফুল ইসলামকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় ১৭ জন সাক্ষীর মধ্যে ১৪ জন সাক্ষ্য দিয়েছেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে পিপি আব্দুল লতিফ বলেন, আসামি ঘটনার পর থেকেই পলাতক। তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]