বুধবার খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
Published : 19 Apr 2025, 10:08 PM
খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিনি বলেছেন, “আমি প্রাণপণে চেষ্টা করতেছি পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে।”
শনিবার দুপুরে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জল উৎসবে অংশ নিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বুধবার বিঝু উৎসব শেষে চট্টগ্রামে ফেরার পথে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে অপহরণ করা হয়।
খাগড়াছড়িতে খোঁজ মেলেনি অপহৃত ৫ শিক্ষার্থীর, পরিবারের উদ্বেগ
পাঁচ শিক্ষার্থীর মুক্তি চেয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ‘আদিবাসী’দের বিবৃতি
অপহৃতরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ-পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, “সেনাবাহিনী খুব ভালো একটা ভূমিকা নিয়ে কাজ করে যাচ্ছে। এ ছাড়া পুলিশসহ অন্যান্য বাহিনীগুলোও মিলে কাজ করতেছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তারা যেন সবাই সুস্থভাবে ফিরে আসতে পারে।”
'বিঝু' শেষে ফেরার পথে চবির ৫ শিক্ষার্থী 'অপহরণ', ইউপিডিএফের অস্বীকার
যারা অপহরণ করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আগে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার করা, পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”