ফেনীতে নাশকতা মামলায় বিএনপির স্থানীয় ৪ নেতা গ্রেপ্তার

দুই উপজেলার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ ও র‌্যাব।

ফেনী প্রতিনিধি
Published : 10 Nov 2023, 01:49 PM
Updated : 10 Nov 2023, 01:49 PM

ফেনী জেলার দুই থানায় করা পুলিশের নাশকতার মামলায় বিএনপির স্থানীয় চার নেতা গ্রেপ্তার হয়েছেন।

গত বৃহস্পতিবার রাতে পরশুরামের কোলাপাড়া এলাকা থেকে পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়।

একই রাতে জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে ছাগলনাইয়া উপজেলার যুবদলের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সদস্য মো. আলমগীর হোসেন এবং ছাগলনাইয়া পৌর এলাকার একটি ওয়ার্ড যুবদলের সভাপতি মো. আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম।

পরশুরাম মডেল থানার ওসি মো. শাহাদাত হোসেন বলেন, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচিতে পরশুরাম উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন কাজী ইউছুফ মাহফুজ। এ ঘটনায় পরশুরাম মডেল থানায় একটি নাশকতার মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

অপরদিকে, মামলার নথির বরাতে র‌্যাব কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, গত বুধবার সন্ধ্যায় পশ্চিম ছাগলনাইয়া সরকারি কলেজের সামনে জ্বলন্ত মশাল হাতে নিয়ে জনমনে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেন বিএনপির নেতাকর্মীরা।

খবর পেয়ে ছাগলনাইয়া থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মশালধারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ রাস্তায় চলাচলরত কয়েকটি অটোরিকশায় ভাঙচুর চালান।

এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমার বিস্ফোরণ ঘটান। ইটের আঘাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য গুরুতর আহত হন।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত হাতবোমা ও নয়টি জ্বলন্ত মশালসহ নাশকতার বিভিন্ন উপকরণ জব্দ করে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামি করে ছাগলনাইয়া থানায় একটি মামলা করে।

ওই মামলার এজাহারনামীয় আসামি আলমগীর হোসেনকে ফেনী শহরের শহীদ মিনার এলাকা থেকে, মো. আজিজুল হককে ফেনী শহরের হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এলাকা থেকে এবং মো. আলাউদ্দিনকে ছাগলনাইয়ার নিজকুঞ্জরা এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, আসামি মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ সাতটি মামলার আছে। 

অপর আসামি মো. আজিজুল হকের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় নাশকতা এবং হত্যাচেষ্টাসহ দুটি মামলা রয়েছে।

আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৭ কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।