“চার হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা হবে।”
Published : 26 Mar 2025, 08:34 PM
ব্যাটারিচালিত ইজিবাইক ধরনের যানবাহন মহাসড়কে উঠলেই অবৈধ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া।
তিনি বলেছেন, “হাইওয়েতে ব্যাটারিচালিত থ্রি-হুইলার উঠলে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ফিডার রোডে থ্রি-হুইলার চলতে পারবে। হাইওয়েতে উঠলেই তা অবৈধ হয়ে যাবে।”
বুধবার দুপুরে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঈদযাত্রা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় অতিরিক্ত আইজি বলেন, “চার হাজারের অধিক পুলিশ সদস্য, ৮২০টি টহল দল, ৩০০টির অধিক চেকপোস্টের মাধ্যমে মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা হবে।”
এ সময় তিনি খোলা ট্রাক ও বাসের ছাদে ভ্রমণ থেকে যাত্রীদের নিরুৎসাহিত করেছেন।
পরে অতিরিক্ত আইজি দেলোয়ার হোসেন মিয়া মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলেন।