দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে বলে জানান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার।
Published : 26 Nov 2023, 09:55 AM
বিএনপি-জামায়াতের ডাকা সপ্তম দফা অবরোধের শুরুর আগে বরিশালের উজিরপুর উপজেলায় সড়কে গাছের গুঁড়ি ফেলে মিনি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার ভোর পৌনে ৫টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার ওসি গোলাম রসুল মোল্লা।
ওসি গোলাম রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বরিশালের মুলাদী উপজেলা থেকে সুপারি নিয়ে মিনি ট্রাকটি ময়মনসিংহ যাচ্ছিল। ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের বামরাইল এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা গাছের গুঁড়ি ফেলে গাড়িটি থামিয়েছে।
“পরে ট্রাকের পিছনের দুই চাকায় ও ইঞ্জিনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে নিশ্চিত হওয়া যাবে না।
উজিরপুর মডেল থানার ওসি জাফর আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি ৪-৫ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে এ ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় ট্রাকের চালক কাওসার হোসেন বাদী হয়ে মামলা করবেন বলে জানান ওসি।