ইজতেমা ময়দানে মূল বয়ান উর্দুতে হলেও বিভিন্ন দেশ থেকে আগতদের জন্য তা নিজ নিজ ভাষায় তাৎক্ষণিক তরজমা হচ্ছে।
Published : 31 Jan 2025, 11:00 PM
গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় ইশারা ভাষায় বয়ান আয়ত্ব করছেন বধিররা। ইজতেমা ময়দানের মূল মঞ্চের সামনে বধিরদের জন্য বিশেষ জামাত করা হয়েছে। সেখানেই বিশ্ব ইজতেমার বয়ান তাৎক্ষণিকভাবে শতাধিক বধিরদের ইশারা বার্তায় বুঝানো হচ্ছে। মনোযোগী বধির জামাতের সদস্যরা তা আয়ত্ব করে নিচ্ছেন।
শুক্রবার দুপুরে বধিরদের জামাতে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
তাবলিগ জামাতের শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, “বরাবরের মত এবারের বিশ্ব ইজতেমায় বধির ভাইদের জন্য বিশেষ জামাত তৈরি করা হয়েছে। সেখানে বধির জামাতের কয়েকশ সদস্যদের জন্য বিশেষ ইশারায় বয়ান করা হচ্ছে। তাদের দেখভালের জন্যও করা হয়েছে বিশেষ ব্যবস্থা।
ইজতেমা ময়দানে মূল বয়ান উর্দু ভাষায় হলেও তা বিভিন্ন দেশ থেকে আগতদের জন্য নিজ নিজ ভাষায় তাৎক্ষণিক তরজমা হচ্ছে।
বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলারের বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরায়ে নিজামের প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মানুষ অংশ নিয়েছেন। ইজতেমা ময়দানে শুক্রবার দেশের বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে মানুষের ঢল নামে।
আয়োজকরা বলছেন, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের । এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি।