‘সন্ত্রাসী ও ফ্যাসিবাদী’ সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটিকে বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান বিক্ষোভকারীরা।
Published : 01 Feb 2025, 12:01 AM
আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির প্রতিবাদে, জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের সংগঠন নিষিদ্ধ করার দাবিতে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
শুক্রবার বিকালে সিঅ্যান্ডবি মোড় থেকে একটি প্রতিবাদ মিছিল কলেজ মোড় হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ, যুগ্ম আহ্বায়ক হাসান জিহাদী, মাহমুদুল হাসান লিমন, সদস্যসচিব ফয়সাল আহমেদ, মুখ্য সংগঠক সাদিকুর রহমান, মুখপাত্র জান্নাতুল তহুরা তন্বী, সংগঠক আলমগীর।
বক্তারা ‘সন্ত্রাসী ও ফ্যাসিবাদী’ সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও জুলাই গণহত্যার বিচারের দাবি জানান তারা।
২৯ জানুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ফেব্রুয়ারি মাসে লিফলেট বিতরণ, প্রতিবাদ-বিক্ষোভ মিছিল ও সমাবেশ, অবরোধ ও হরতালের মত কর্মসূচি ঘোষণা করে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ।
ফেইসবুক পেইজে ফেব্রুয়ারির কর্মসূচি নিয়ে প্রচারও চালাচ্ছে দলটি।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে ১-৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি, ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ, ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতাল।