বাজার তদারকি ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের আটটি আলাদা অভিযান চালানো হয়, বলে জেলা প্রশাসন জানায়।
Published : 13 Mar 2025, 07:26 PM
ফেনীতে বেশি দামে বোতলজাত তেল বিক্রি করায় দোকানিকে জরিমানা করা হয়েছে। এছাড়া একদিনে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২২টি মামলা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয় বলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান।
এ সময় মেসার্স আকবর স্টোরে রাখা সয়াবিন তেল বোতল অধিক দামে বিক্রি করায় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে বাজারের বন্ধন পোল্ট্রি ফার্মে মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার ছয় উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ব্যবসায়ীদের বিভিন্ন অসংগতির কারণে ২২টি মামলায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয় বলে ভোক্তা অধিকার অধিদপ্তর জানায়।
জেলা প্রশাসন জানায়, রমজান উপলক্ষ্যে বাজার তদারকি ও যানজট নিরসনে জেলাজুড়ে ভ্রাম্যমাণ আদালতের আটটি আলাদা অভিযান চালানো হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও স্থায়ী দোকান থাকা সত্ত্বেও ফুটপাত দখল করে গণউপদ্রব সৃষ্টি করাসহ নানা অপরাধে ২২টি মামলায় ৯৫ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, “জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”