এ ছাড়া কারাগারে বসে পরীক্ষা দিচ্ছে এক শিক্ষার্থী।
Published : 10 Apr 2025, 07:38 PM
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে চারটি জেলায় এসএসসি পরীক্ষায় এক হাজার ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এক লাখ ছয় হাজার ৯৭২ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও প্রথম দিন অনুপস্থিত ছিল ৮৪২ জন।
এর মধ্যে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এক শিক্ষার্থী ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বসে পরীক্ষা দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে এবার এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় বলে জানান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ।
সকালে পরীক্ষা চলাকালে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ, জেলা প্রশাসক মো. মুফিদুল আলম এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ। এ সময় তারা পরীক্ষার্থীদের খোঁজখবর নেন।
২০২৪ সালে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ২০ হাজার ৩৪৪ জন। সেই হিসাবে এবার পরীক্ষার্থী কমেছে ১৩ হাজার ৩৭২ জন। যা আশঙ্কাজনক বলে মনে করছেন বোর্ড সংশ্লিষ্টরা।
তবে বিষয়টি নিয়ে গবেষণাপূর্বক কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শহীদুল্লাহ বলেন, প্রথম দিনে বাংলা পরীক্ষায় ৮৪২ জন অনুপস্থিত ছিল। অসদুপায় অবলম্বন করায় ময়মনসিংহ জেলায় তিনজনকে বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া অনুপস্থিত শিক্ষার্থীর মধ্যে ময়মনসিংহে ৩৮২ জন, জামালপুরে ২২৪, নেত্রকোণায় ১৫০ এবং শেরপুরে ৮৬ জন রয়েছে।
এদিকে কারাগারে বসে পরীক্ষা দিচ্ছে ত্রিশালের সোনাখালী পাগলার চর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী।