পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসার জন্য লাকীর স্বামী মহরমকে থানায় আনা হয়েছে।
Published : 18 Mar 2025, 08:30 PM
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয় বলে ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান।
নিহতরা হলেন- ওই এলাকার মহরম আলীর স্ত্রী লাকী বেগম (৩৮) এবং তার সাত বছর বয়সি মেয়ে মরিয়ম।
স্বজন ও এলাকাবাসীর বরাতে পরিদর্শক বলেন, “বিবাহ বহির্ভূত সম্পর্কের বিষয় নিয়ে মঙ্গলবার রাতে একটি শালিস হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে দুপুরে লাকী বেগম ও তার মেয়ে মরিয়মের ফাঁস দেওয়া মরদেহ পাওয়া যায়।”
“এক দড়িতে ঘরের সিলিংয়ে মা ও মেয়ের মরদেহ ঝুলছিল। পরে মহরম আলী তাদের নামিয়ে আনেন। আমরা সেই অবস্থায় গিয়ে লাশ দুটো উদ্ধার করি।”
তিনি বলেন, “সুরতহাল শেষে লাশ থানায় আনা হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
প্রাথমিক জিজ্ঞাসার জন্য লাকীর স্বামী মহরমকে থানায় আনা হয়েছে বলে জানান পুলিশে এই কর্মকর্তা।