২৪ ঘণ্টায় তিস্তার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Published : 01 Jul 2024, 06:43 PM
দুই দিনের বৃষ্টি এবং উজানের ঢলে গাইবান্ধার প্রধান চার নদ-নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে।
এদিকে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তবে ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
সোমবার বিকাল ৩ টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় তিস্তার পানি ৮ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ৩৭ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ২৭ সেন্টিমিটার, করতোয়ার পানি ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক বলেন, “গত দুইদিন থেকে জেলায় ভারী বর্ষণ ও উজানের ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকলে জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা রয়েছে বলে জানান পাউবোর এই প্রকৌশলী।