ফরিদপুরে স্কুল শিক্ষিকাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

রবিউলকে যাবজ্জীবনের পাশাপাশি পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়; যা অনাদায়ে তাকে আরও তিনমাস কারাবাসে থাকতে হবে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2023, 01:46 PM
Updated : 30 May 2023, 01:46 PM

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শিহাবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সানোয়ার হোসেন জানান।

দণ্ডপ্রাপ্ত ৪২ বছর বয়সি রবিউল ইসলাম রবি উপজেলার শিয়ালদী গ্রামের মৃত নুরুল হক মোল্যার ছেলে।

নিহত আফরোজা আলম (৩৭) একই উপজেলার উত্তর মালা গ্রামের শামচুল আলমের মেয়ে। তিনি শিয়ালদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

মামলার বরাতে পিপি সানোয়ার জানান, ২০০৬ সালে রবিউল ইসলামের সঙ্গে আফরোজার বিয়ে হয়। এ দম্পতির ৯ বছর বয়সি এক ছেলে রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় এক পর্যায়ে আফরোজা উপজেলার গড়ানিয়া এলাকার একটি ভাড়া বাড়িতে ওঠেন।

“আলাদা বসবাসের এক মাসের মাথায় ২০২০ সালের ৩ অগাস্ট ভাড়া বাড়িতে আফরোজাকে শ্বাসরোধ করে হত্যা করেন রবিউল।”

এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।

অ্যাডভোকেট সানোয়ার আরও জানান, তদন্ত শেষে একই বছরের ১২ সেপ্টেম্বর রবিউলকে একমাত্র আসামি করে আদালতে অভিযোপত্র দাখিল করেন পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ।

আদালত হত্যার দায়ে রবিউলকে যাবজ্জীবন কারাদণ্ড এবং হত্যার আলামাত নষ্টের দায়ে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে।