ছাত্রত্ব বাতিলের চিঠি হাতে পাওয়ার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি বহিষ্কৃত সানজিদা চৌধুরী অন্তরা।
Published : 15 Jul 2023, 03:32 PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পাঁচ শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার দুপুরে ছাত্র-শৃঙ্খলা কমিটির বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ইসলাম, মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম এবং ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মী।
এদের মধ্যে সানজিদা চৌধুরী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রাক্তন সহসভাপতি, তাবাসসুম দেশরত্ন শেখ হাসিনা হল শাখার সাবেক সহসভাপতি ইসলাম এবং বাকি তিনজন সাধারণ কর্মী ছিলেন।
এর আগে গত ১২ জুন ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় আত্মপক্ষ সমর্থন করে মৌখিক বক্তব্য দিতে ক্যাম্পাসে যান অভিযুক্ত পাঁচ ছাত্রী। কমিটির কাছে তারা নিজেদের বক্তব্য তুলে ধরেন।
কারণ দর্শানো নোটিসের লিখিত জবাব দেওয়ার পরও কোনো বক্তব্য থাকলে তা জানতে শিক্ষার্থীদের এই বক্তব্য গ্রহণ করে ইবি কর্তৃপক্ষ। সেসময় ভুক্তভোগী ফুলপরী খাতুনেরও সাক্ষাৎকার নেওয়া হয়।
সেদিন উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টাসহ ইবি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাজায় ন্যায় বিচার পাননি বলে জানিয়েছেন সানজিদা চৌধুরী অন্তরা। তবে ছাত্রত্ব বাতিলের চিঠি হাতে পাওয়ার আগে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
গত ১২ ফেব্রুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ডেকে রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত ইবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরার নেতৃত্বে আরও কয়েকজন সহযোগির দ্বারা নবীন ওই ছাত্রীকে বিবস্ত্র করে মারধর ও শারীরিকভাবে নির্যাতন এবং নির্যাতনের ঘটনা ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে।
পরদিন সকালে ভয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে বাড়ি চলে যান ওই ছাত্রী। পরে ১৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর ঘটনার বিবরণ দিয়ে লিখিত অভিযোগ দেন তিনি।
এ ঘটনায় আইন বিভাগের অধ্যাপক রেবা মন্ডলকে আহ্বায়ক করে ১৫ ফেব্রুয়ারি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন উপাচার্য। এছাড়া হল প্রশাসন, শাখা ছাত্রলীগ এবং হাইকোর্টের নির্দেশেও আলাদা একাধিক তদন্ত কমিটি গঠিত হয়।
তদন্ত শেষে সব কমিটিই ঘটনার সত্যতা খুঁজে পায়। তদন্ত প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয় হাইকোর্টের নির্দেশে অভিযুক্ত পাঁচ ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে। একই সঙ্গে হল থেকে এবং সাংগঠনিক শৃংখলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রলীগও দল থেকে সানজিদাকে বহিষ্কার করে।
আরও পড়ুন:
ইবির হলে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে
ইবি হলে ছাত্রী নির্যাতন: ভুক্তভোগীর বক্তব্য শুনবে হল কর্তৃপক্ষ
ছাত্রী নির্যাতন: হাই কোর্টের নির্দেশ বাস্তবায়নে কাজ শুরু ইবি কর্তৃপক্ষের
তদন্ত কমিটিকে ‘নির্যাতনের’ বর্ণনা দিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী