স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, অটোরিকশাটি মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নীচে চলে যায়।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ট্রাক চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দরগাবাড়ি পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেনবাগ থানার এসআই মো. সোহেল।
নিহত মো. শাহাদাত হোসেন কাবিলপুর ইউনিয়নের শায়েস্তানগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে। ৪০ বছর বয়সী এ ব্যবসায়ী এলাকায় শাহাদাত স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার ছিলেন।
স্থানীয় সূত্রে এসআই সোহেল জানান, মঙ্গলবার ফজর নামাজ শেষে প্রাতঃভ্রমণে বের হন শাহাদাত। জেবিএম ব্রিকফিল্ডের সামনে আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় ফেনী অভিমুখী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন তার রক্তাক্ত মরদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এসআই মো. সোহেল জানান, এ ঘটনায় থানায় কেউ এখনো অভিযোগ করেনি।