দুপুরে ভাঙন কবলিত স্থানে দাঁড়িয়ে মানববন্ধন করেন নদী পাড়ের বাসিন্দারা।
Published : 14 Jan 2025, 08:50 PM
ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী নদীর ভাঙন রোধে দ্রুত খনন কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছে এলাকাবাসী।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলা হচ্ছে; তবে খনন কাজে বাধা পাওয়ায় তা বন্ধ আছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামে নদীর ভাঙন কবলিত স্থানে মানববন্ধনের আয়োজন করা হয়।
এ সময় উপজেলার পূর্ব সোনাপুর, জামতলা ও আশপাশের এলাকার ভাঙন রোধে দ্রুত নদী খনন কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন।
এতে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সহসভাপতি আমির হেসেন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রচার সম্পাদক আবুল কালাম, কৃষক দল নেতা সিরাজুল ইসলাম, আবদুর রব, ফেনী জেলা যুবদল সদস্য ফারুক হোসেন, আবদুল হাই মুন্সি এবং আনোয়ার হোসেন বক্তব্য দেন।
বক্তাদের অভিযোগ, ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারির নির্দেশে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুল হক রিপনের নেতৃত্বে মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে।
এক দশকে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সোনাপুর, জামতলা গ্রামের শতশত একর ফসলি জমি, ঘরবাড়ি, গাছপালা, মৎস্য হ্যাচারি ও মুরগীর খামার নদীতে বিলীন হয়ে গেছে।
গত বছরের অগাস্টে ফেনীতে ভয়াবহ বন্যার পর অন্তবর্তীকালীন সরকারের বন, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে পরিদর্শনে যান। সেই সময় নদী ভাঙন রোধে দ্রুত খনন করার নির্দেশ দেন তিনি।
দ্রুত নদী খনন শুরু করতে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ পাউবোর কর্মকর্তাদের হস্তক্ষেপ চেয়েছেন বিএনপি নেতা নুর উদ্দিন।
পানি উন্নয়ন বোর্ডের সোনাগাজী উপজেলা উপ-বিভাগীয় প্রকৌশলী অলক দাশ বলেন, আওয়ামী লীগ সরকারে আমলে মুহুরী নদী শাসন ও খননে এক কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ভাঙন রোধে নদীতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে বেশকিছু স্থানে বাধার কারণে ড্রেজিং করা সম্ভব হচ্ছে না।
দুপুরে ঢাকা থেকে ভাঙন স্থান পরিদর্শনে যায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) একটি দল।
ওই দলের সদস্য পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাজেদুর রহমান সাংবাদিকদের বলেন, “মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ভাঙন নিয়ে স্ট্যাডি চলছে। নদীর সোনাগাজী-মীরসরাই অংশে যে বিশাল চর জেগেছে তার অবস্থান নির্নয়ে আমরা দেখতে এসেছি।
“সরকার ওই চরকে কীভাবে সঠিক ব্যবহারে আনতে পারে সে বিষয়ে প্রতিবেদন দেওয়া হবে। এ ছাড়া ভাঙন রোধে নদী খননে এলাকবাসীর দাবির সঙ্গে পাউবো কর্তৃপক্ষ একমত।”
তবে মুহুরী নদী খনন কাজ বন্ধের বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান পাউবোর এই কর্মকর্তা।