বৃষ্টি থামার পর বাড়ি ফেরার পথে বজ্রপাতে এ প্রাণহানির ঘটনা ঘটে।
Published : 20 May 2024, 11:18 AM
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে এক দর্জি নিহত হয়েছেন।
উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ওয়াপদা সড়কে রোববার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান।
নিহত ৫০ বছর বয়সী মেহের জামাল কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়ের নয়ার হাট এলাকার বাসিন্দা।
ওই উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের চৌমুহনী বাজারে একটি টেইলার্সের দোকান চালাতেন তিনি।
বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব আলমঙ্গীর কবির বাদল
স্থানীয়দের বরাতে বলেন, রোববার রাত ৮টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পর মেহের তার দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে ওয়াপদা সড়কে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
ওসি গোলাম মর্তুজা বলেন,“বজ্রপাতে মেহের নামের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”