জনগণের অর্থের অপচয় করে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নামে বিলাসিতা কোনোভাবেই কাম্য নয়, বলছেন নাগরিক নেতারা।
Published : 04 Feb 2025, 06:53 PM
ময়মনসিংহ সিটি করপোরেশনের সরঞ্জামা ক্রয় করতে সরকারি খরচে ইতালি গেছেন তিন কর্মকর্তা। এর মধ্যে সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও রয়েছেন। তবে তার সফর নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবাসী।
সোমবার বিকালে ওই তিন কর্মকর্তার সঙ্গে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথের বিদেশ সফর নিয়ে একটি বিজ্ঞপ্তি সিটি করপোরেশনের ওয়েবসাইটে আপলোড করার পর থেকে শুরু হয় নানা সমালোচনা।
নাগরিক নেতারা বলছেন, জনগণের অর্থের অপচয় করে কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নামে বিলাসিতা কোনোভাবেই কাম্য নয়।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোখতার আহমেদ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ৪ থেকে ১০ ফেব্রুয়ারি সাত দিন ইতালিতে প্রি-শিপমেন্ট ইন্সপেকশন এবং ওঅ্যান্ডএম প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য ৩ ফেব্রুয়ারি সিটি করপোরেশনের সচিব সুমনা আল মজীদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মিয়া এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথকে অবমুক্ত করা হল।
এ নিয়ে সাধারণ মানুষ ও নাগরিক নেতারা বলছেন, এই মুহূর্তে সরকারি অর্থ অপচয় করে কোনোভাবেই ইতালি ভ্রমণ ঠিক হয়নি। তবে রাস্তা ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য মেশিনারিজ কিনতে প্রকৌশলী এবং সচিবের সফরকে অনেকে ইতিবাচক দৃষ্টিতে দেখলেও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথের সফরকে ঘিরে সমালোচনার সৃষ্টি হয়েছে। যদিও এসব বিষয় নিয়ে অন্য কর্মকর্তারা স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।
কর্মকর্তারা বলছেন, ইতালি ভ্রমণে বৈষম্য হয়েছে। ভ্রমণের বিষয়ে অফিসিয়াল কোনো আলোচনাও হয়নি। অনভিজ্ঞরা ভ্রমণের সুযোগ পেয়েছেন। এতে কম করে হলেও ৬০ লাখ টাকা খরচ হবে। যা অন্য কোনো উন্নয়ন খাতে ব্যয় করা যেত। তথ্যপ্রযুক্তির যুগে পণ্য ক্রয়ে সরকারি টাকা ব্যয় করে বিদেশ যাওয়া বিলাসিতা ছাড়া কিছু নয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, “দেশের এই সংকটময় মুহূর্তে অর্থের অপচয় করে তিনজন কর্মকর্তার ইতালি ভ্রমণ কোনোভাবেই যুক্তিযুক্ত নয়!
“এর মধ্যে মেশিনারিজ কিনতে স্বাস্থ্য কর্মকর্তার ইতালি সফর আশ্চর্য হওয়া ছাড়া আর কিছু না। অর্থের অপচয়ের বিষয়টি মাথায় রেখে কারা কেন বিদেশ যাচ্ছে সেভাবে কর্তৃপক্ষকে অনুমোদন দেওয়া উচিত। সাধারণ মানুষের টাকা এভাবে নষ্ট হোক তা আমরা চাই না।”
ইতালি সফর নিয়ে সোমবার ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ সাংবাদিকদের জানান, মন্ত্রণালয় তাকে নির্ধারণ করায় দুইজনের সফরসঙ্গী হয়েছেন তিনি। এর চাইতে বেশি কিছু জানেন না তিনি।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, “ইতালিতে বর্জ্য ব্যবস্থাপনার মেশিনারিজ মালামাল ক্রয় করা হয়েছে; সেগুলো জাহাজে লোড করার আগে কর্মকর্তারা দেখবেন। সেজন্য তারা সাত দিনের সফরে ইতালি গেছেন। এ ছাড়া একটি প্রশিক্ষণেও অংশ নেবেন তারা।”
মেশিনারিজ পণ্যের মান দেখতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইতালি সফরে কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয় যাকে নির্ধারণ করেছেন তিনিই যাচ্ছেন।
ময়মনসিংহ সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল হক বলেন, “আমি যেটুকু জানি ‘ময়মনসিংহ সিটি করপোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ’ শীর্ষক এক হাজার ৫৭৫ কোটি টাকার প্রকল্পের আওতাধীন সয়েল কমপেক্টর কেনার জন্য তিন কর্মকর্তা ইতালি গেছেন।
“মঙ্গলবার সকাল ১১টার ফ্লাইটে তারা ইতালির উদ্দেশে দেশত্যাগ করেছেন। ১০ ফেব্রুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে।”
এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের মোবাইলে একাধিকার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গত ৯ ডিসেম্বর সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিরুৎসাহিত করে ১৩ দফা নির্দেশনা দেয়। নির্দেশনার দুই মাসের মধ্যে ময়মনসিংহ সিটি করপোরেশনের তিন কর্মকর্তার ইতালি সফরে গেলেন।