বান্দরবানের রুমার মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে একটি আমবাগানে এ অভিযান চালায় সেনাবাহিনী।
Published : 14 Nov 2024, 08:01 PM
পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের আস্তানায় চালানো অভিযানে কেউ গ্রেপ্তার না হলেও এসএমজিসহ বেশ কিছু অস্ত্র- গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এদিন ভোর রাতে বান্দরবানের রুমার মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে একটি আমবাগানে এ অভিযান চালায় সেনাবাহিনী।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেএনএ এর বিরুদ্ধে চালানো বিশেষ এ অভিযানে সেখান থেকে ম্যাগজিনসহ একটি এসএমজি, একটি কার্তুজ ভর্তি বেল্টসহ দু'টি গাদা বন্দুক, ১৫৯ রাউন্ড আলাদা কার্তুজ, একটি বাইনোকুলার, দুটি ওয়াকিটকি সেট, তিনজোড়া কেএনএ লেখা ইউনিফর্ম, একজোড়া বুট, একটি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও পাঁচটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
আইএসপিআর বলছে, অভিযানের বিষয়টি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়।
পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের অপর নাম বম পার্টি। যার অস্তিত্ব প্রকাশ্যে আসে ২০২২ সালে।
বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রোদের নিয়ে এ সংগঠন গঠন করার কথা বলা হলেও সেখানে বম জনগোষ্ঠীর কিছু লোক রয়েছে। সে কারণে কেএনএফ পাহাড়ে ‘বম পার্টি’ নামে পরিচিতি পায়।