“ঘোড়া প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী নবাব মেম্বার গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল।”
Published : 07 Jun 2024, 11:12 AM
যশোরের সদর উপজেলায় প্রতিপক্ষের গুলিতে এক যুবকের প্রাণ গেছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বৃহস্পতিবার গভীররাতে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বাহাদুরপুর তেতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৩৫ বছর বয়সী আলী হোসেন বাহাদুরপুর এলাকার রহমত আলীর ছেলে। তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
রহমত বলছেন, তার ছেলে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে উত্তেজনার জেরে খুন হয়েছে।
তিনি বলেন, “আমার ছেলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম চাকলাদার ফন্টুর কর্মী ছিলেন।
“ঘোড়া প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বিপুলের কর্মী নবাব মেম্বার গ্রুপের সঙ্গে তার বিরোধ চলছিল। সে কারণেই তাকে হত্যা করা হয়েছে।”
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল বলেন, “স্থানীয়দের সঙ্গে জমি নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
“এখানে উপজেলা নির্বাচনের কোনো বিষয় আছে কি-না তা তদন্ত করে দেখা হবে।”
এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।