অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে গজারিয়ার বিভিন্ন এলাকায় ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
Published : 10 Jun 2024, 08:50 PM
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অবৈধভাবে নেওয়া দুই হাজার ৫০০ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া ও পুরান বাউশিয়া নয়াকান্দী পোড়াচকের ১২ কিলোমিটারজুড়ে অভিযান চালানো হয় বলে জানান তিতাস গ্যাস মেঘনা আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ।
অভিযানে নির্বাহী হাকিমের দায়িত্ব পালন করেন মুন্সীগঞ্জ জেলা সহকারী কমিশনার আবদুল্লাহ আল ফারুক।
প্রকৌশলী মনিরুজ্জামান পলাশ জানান, সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় দুই হাজার মিটার পাইপ তোল করা হয়েছে।
এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় ১২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে; যেগুলোর সাহায্যে অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি।
এ ঘটনায় এখন পর্যন্ত দুটি মামলা হয়েছে আরও দুটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান মনিরুজ্জামান পলাশ।
অবৈধ গ্যাস সংযোগ প্রতিরোধে স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো কমিটি করে প্রতিরোধের চেষ্টা করছে বলে জানান তিতাসের এই কর্মকর্তা।
অভিযানে তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপণন কার্যালয়ের মহাব্যবস্থাপক সুরুজ আলম, গজারিয়া থানার পরিদর্শক (অপারেশন) আজাদ রহমান এবং বাউশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান প্রধান উপস্থিত ছিলেন।