গুলিবিদ্ধ যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
Published : 12 Apr 2025, 03:14 PM
আধিপত্য বিস্তারের জেরে লক্ষ্মীপুর সদর উপজেলায় প্রতিপক্ষের ছোড়া গুলিতে যুবলীগের এক কর্মী বিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের পূর্ব চৌপল্লী গ্রামের ব্যাপারী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চন্দ্রগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন।
আহত রুবেল হোসেন (২৫) ব্যাপারী বাড়ির আব্দুল কুদ্দুসের ছেলে ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
আটকরা হলেন- আজাদ হোসেন বাবলু এবং আলমগীর হোসেন রাব্বি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা নিয়ে রুবেল ও স্থানীয় ‘কদু’ আলমগীরের মধ্যে বিরোধ চলে আসছিল। দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেলের ওপর কে বা কারা গুলি চালায়। এতে তারা বাম হাতের কব্জি বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করায়।
হাসপাতালে রুবেল বলেন, “রাতে চৌপল্লী বাজার থেকে বাড়ি যাচ্ছিলাম। এ সময় পেছন থেকে গুলি করা হয়। এতে একটি গুলি বাম হাতের কব্জিতে বিদ্ধ হয়। এক পর্যায়ে অচেতন হয়ে পড়ি।”
তবে কে বা কারা গুলি করেছে তা দেখেননি বলে জানান তিনি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ হয়ে একজন হাসপাতালে এসেছিল। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন।