মারামারির একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
Published : 01 Apr 2024, 02:21 AM
ফেনী পৌর আওয়ামী যুবলীগের নেতা সাইফুল ইসলাম ওরফে আবদুল মোতালেব ওরফে পিটুকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে শহরের মাস্টার পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে ফেনীর পাঁচগাছিয়ার একটি মারামারির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পিটু ফেনী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মধ্যম আহম্মদপুর গ্রামের বাসিন্দা। তিনি ফেনী পৌরসভার পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানিয়েছে, পিটুর বিরুদ্ধে ফেনী মডেল থানায় আটটি এবং সোনাগাজী মডেল থানায় দুটি মামলা রয়েছে।
তবে গ্রেপ্তারের সময় পিটু সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি সবগুলো মামলায় জামিনে রয়েছেন।
স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন জানান, পিটুর বিরুদ্ধে সাধারণ মানুষ এমনকি দলীয় নেতাকর্মীদেরও নির্যাতন করার অভিযোগ রয়েছে। তার কিছু সমর্থক রয়েছে; যারা এই কাজে তাকে সহযোগিতা করেন।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]