হবিগঞ্জে বাসচাপায় সিএনজি অটোরিকশার ৩ যাত্রী নিহত

এ সময় বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তবে তাতে বাসের কোনো যাত্রী আহত হননি।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 04:09 AM
Updated : 4 June 2023, 04:09 AM

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন আরোহী নিহত হয়েছেন।

রোববার সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে বলে জানান শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল।

নিহতরা হলেন, সিএনজিচালক ও চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরী পাড়ার মো. আজির হোসেনের ছেলে জিয়াউল হক (৩৬) এবং আজমিরীগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মো. মুছা মিয়া (৬৪)।

ওসি কামাল বলেন, শায়েস্তাগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। পথে সুদিয়াখলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী মর্ডান পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়।

“এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যান। এ সময় বাসটিও পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তবে তাতে বাসের কোনো যাত্রী আহত হননি।”

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাসটি উদ্ধার করে জব্দ করা হলেও বাস চালক পালিয়ে গেছে বলে জানান ওসি কামাল।