পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে অস্ত্রের আঘাতে ওই যুবককে হত্যা করা হয়েছে।
Published : 13 Jun 2023, 03:56 PM
কুষ্টিয়ার ভেড়ামারায় একটি বাড়ির সিঁড়ি থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলা শহরের প্রফেসর পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ভেড়ামারা থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত তুষার মণ্ডল জিম (২৩) ওই এলাকার ফজলুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি রফিকুল ইসলাম বলেন, ওই পাড়ার বাসিন্দা ব্যবসায়ী গোলাম মোস্তফা রুবেলের বাড়ির সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় জিমের মরদেহ পড়ে থাকতে দেখেন ভাড়াটিয়ারা।
তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে ধারাল অস্ত্রের আঘাতে ওই যুবককে হত্যা করে ঘটানস্থলে ফেলে দেওয়া হয়েছে।
“তবে ঠিক কী কারণে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।”
এ ঘটনায় জিমের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।