ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
Published : 10 Apr 2025, 06:40 PM
ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বোয়ালমারী পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগী সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা সভাপতি মহব্বত জান চৌধুরী উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ঢাকাগামী এক যাত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গোল্ডেন লাইন পরিবহনের বোয়ালমারী কাউন্টারে অভিযান চালিয়ে ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভাড়া তালিকা না থাকা এবং ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালত গোল্ডেন লাইনকে ১০ হাজার টাকা জরিমানা করে।
এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান বলেন, “স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা। ঈদ উপলক্ষে টিকিটপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। কারণ, বোয়ালমারী থেকে প্রতিটি টিপ যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ি নিয়ে।”