২০১৭ সালের ২৮ অক্টোবর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণে যাওয়ার পথে দুই দফায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর।
Published : 11 Oct 2024, 06:50 PM
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার পথে ফেনীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনার সাত বছর পর মামলা করা হয়েছে।
মামলায় ফেনী-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে প্রধান আসামি করে ৪৫১ জনকে আসামি করা হয়েছে।
নাসিম গণঅভ্যুথানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ছিলেন।
বৃহস্পতিবার রাতে ছাগলনাইয়া উপজেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুলতান মোহাম্মদ সিকান্দার ভুট্টো বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলাটি করেন বলে জানান ওসি মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, মামলায় স্থানীয় সাবেক জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ২৫১ জনের নাম উল্লেখ ও আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ কার্যক্রমে যাওয়ার পথে দুই দফায় হামলার শিকার হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর।
প্রথম দফায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায় ও দ্বিতীয় দফায় ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়িবহরে হামলা চালায়।
মুহুরীগঞ্জ এলাকায় ওই দিন বিকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা গাড়িবহরের গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়ে বিএনপির নেতা-কর্মীদের হত্যার চেষ্টা করেন সন্ত্রাসীরা। হামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেকে আহত হন।
হামলাকারীরা বহরে থাকা ২৫-৩০টি গাড়ি ভাঙচুর করে। দুটি মোটরসাইকেলে আগুনও দেওয়া হয়। হামলায় প্রায় ১ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।
পরে গাড়িবহর ঘটনাস্থল ত্যাগ করলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর করে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ছাড়া উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে আছেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য জালাল উদ্দিন আহমেদ চৌধুরী পাপ্পু, ফেনী জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বশর মজুমদার তপন, ছাগলনাইয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলার সাবেক চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ফুলগাজীর সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন মজুমদার, পরশুরামের সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, পরশুরামের সাবেক পৌরমেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ছাগলনাইয়া পৌরসভার সদ্য সাবেক মেয়র মোহাম্মদ মোস্তফা।
এছাড়া দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টা, বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভূঞা, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাহার, পরশুরাম উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ইয়াছিন শরীফ মজুমদার, পরশুরাম উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরীকে মামলায় আসামি করা হয়েছে।
ওসি নজরুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশি কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন
ফেনীতে হামলা, খালেদার বহরের গাড়ি ভাংচুর
খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় পুলিশের মামলা
হামলাকারীরা আ. লীগের, এটা স্পষ্ট: ফখরুল
খালেদার গাড়িবহরে হামলায় আহত রাজুর পাশে ফখরুল
'নিউজ পাওয়ার জন্য' বিএনপির সাজানো হামলা: কাদের