রোহিঙ্গাদের দেখতে যাওয়ার পথে চার দিন আগে ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মামলা করেছে পুলিশ।
Published : 01 Nov 2017, 11:00 AM
বুধবার ফেনী মডেল থানার ওসি রাশেদ খান এ কথা জানান।
গত শনিবার বিকালে ফেনীর মোহাম্মদ আলী বাজারে এই হামলা হয়। এতে ক্ষতিগ্রস্ত হয় গণমাধ্যমেরসহ বহরের অন্তত ৩০টি গাড়ি।
ওসি রাশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৮ অক্টোবরের হামলার ঘটনায় অজ্ঞাত পরিচয় ২৫-৩০ জনকে আসামি করে মামলা হয়েছে।
“তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কাজ চলছে।”
তবে মামলা সম্পর্কে আর কোনো তথ্য দিতে রাজি হয়নি ফেনী মডেল থানা কর্তৃপক্ষ।
শনিবারের ওই হামলার ঘটনায় আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করে আসছে বিএনপি।
এ অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ বলছে, তাদের দল বা কোনো অঙ্গ সংগঠনের নেতা-কর্মীর জড়িত নয়। এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে হয়েছে।
মিয়ানমারে নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের দেখতে গত শনিবার কক্সবাজারের উদ্দেশে চার দিনের সফরে ঢাকা ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে আবার ঢাকা ফিরে আসেন তিনি।