তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের এই সদস্য।
Published : 25 Feb 2025, 01:00 AM
‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগে সংস্কৃতি মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য নাহিদ হাসান নলেজের বিরুদ্ধে কুড়িগ্রামের চিলমারী থানায় মামলা হয়েছে।
সোমবার চিলমারী থানার ওসি মুশাহেদ খান জানান, রোববার রাতে থানাহাট ইউনিয়নের ছোটকুষ্টারি গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাহিদ হাসান নলেজ চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি উত্তরবঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিও করেন।
এর আগে শনি ও রোববার কুড়িগ্রাম শহরে তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ‘ইসলাম ধর্ম অবমাননার’ অভিযোগ এনে নাহিদ হাসান নলেজকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, নাহিদ হাসান তার ফেইসবুক আইডি থেকে রাখাল রাহার একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন’।
তবে এমন অভিযোগ প্রত্যাখ্যান করে নাহিদ হাসান নলেজ বলেন, “আমি নিজে একজন বিশ্বাসী মুসলিম। ধর্মের বিরুদ্ধে কোথাও কিছু লিখেছি এটা কেউ দেখাতে পারবে না।”