জামা-কাপড় পড়ে থাকতে দেখে স্বজনরা পুকুরে নেমে তিন শিশুর মরদেহ উদ্ধার করে বলে জানান ওসি।
টাঙ্গাইল সদর উপজেলায় টিকটক করতে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের নওগাঁ এলাকার ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টাঙ্গাইলের জ্যেষ্ঠ স্টেশন অফিসার ইদ্রিস মিয়া জানান।
নিহত অপু (২২) ঘরিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, দুপুরের দিকে হাতিলা থেকে ৫-৬ জন নদীর পাড়ে টিকটক করতে আসেন।
টিকটক করার জন্য সবাই একসঙ্গে নদীতে ডুব দেয়। এ সময় অন্যরা উঠতে পারলেও অপু নদীর স্রোতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে।
মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।