“আব্দুর রশিদকে ২৭ নভেম্বর রাজশাহীর সংশ্লিষ্ট আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
Published : 18 Nov 2024, 08:29 PM
কুষ্টিয়ার আলোচিত চাল ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেপ্তারের একদিন পরই জামিন পেলেও মুক্তি পাচ্ছেন না।
বাংলাদেশ অটো মেজর ও হাস্কিং রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রশিদ অ্যাগ্রো লিমিটেড গ্রুপ কোম্পানিজের স্বত্ত্বাধিকার আব্দুর রশিদকে শনিবার তিন মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।
রোববার বিকালে তাকে ওই তিন মামলায় জামিন দেন কুষ্টিয়া অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. আব্দুল কুদ্দুস। তারপর তার জামিনের কাগজপত্র নিয়ে আইনজীবী ও স্বজনরা জেল গেইটে গেলেও তিনি মুক্তি পাননি।
কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রহিম সোমবার বলেন, “রশিদের বিরুদ্ধে কুষ্টিয়া ও রাজশাহীর আদালতে তিনটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই তিনটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। জামিন আদেশের কাগজপত্রও কারাগারে আসে।
“কিন্তু তার আগেই রাজশাহী জেলা কারাগারের জ্যেষ্ঠ জেল সুপারের কার্যালয় থেকে আসামিকে তলবের নোটিশ কুষ্টিয়া জেলা কারা কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়।
“সেই নোটিশে রশিদ ওয়েল মিলস লিমিটেডের মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আসামি আব্দুর রশিদকে ২৭ নভেম্বর সকাল সাড়ে ৯টায় রাজশাহীর সংশ্লিষ্ট আদালতে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
ফলে এই মুহূর্তে কুষ্টিয়ার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করলেও রাজশাহীর আদালতের আদেশের বাইরে যাওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুর রহিম।
এ ব্যাপারে জানতে চাইলে আব্দুর রশিদের ছোট ভাই ইসমাইল হোসেন মুরাদ বলেন, “এখানে যেটা হয়েছে তার সবই ব্যবসাকেন্দ্রিক আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। এর জন্য যে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে তা আইনগতভাবেই আমরা মোকাবিলা করছি। আশা করি, খুব শিগগিরই একটা সমাধানের পথ পেয়ে যাব।”
গত আওয়ামী লীগ সরকারের সময়ে চালের দাম নিয়ে সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশে চালের সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দাম বাড়ানো হচ্ছে। তখন কুষ্টিয়ার খাজানগরে রশিদের মিলে অভিযান চালিয়ে অতিরিক্ত মজুদের দায়ে বহু চাল জব্দ ও জরিমানা করে র্যাব।
তাছাড়া বাজারে চালের দামের প্রসঙ্গ এলেই চালকল মালিকদের নেতা রশিদের নাম আসে।
দীর্ঘদিন ধরে চালের বাজারের দর-দাম নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে চেক প্রত্যাখ্যান মামলায় তার গ্রেপ্তারের তথ্য এল।
কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতের বেঞ্চ সহকারী মতিয়ার রহমান বলেন, সব মিলিয়ে শতাধিক মামলা রয়েছে আব্দুর রশিদের বিরুদ্ধে।
এর মধ্যে শুধু বাংলাদেশ ইসলামী ব্যাংকের দায়ের করা অর্ধশতাধিক মামলা রয়েছে যেগুলি দায়-দেনার পরিমাণ ৫০০ কোটির উপরে। অগ্রণী ব্যাংকের মামলা সংখ্যা ১১টি যার দায়-দেনার পরিমাণ প্রায় ২০০ কোটির উপরে।
ট্রাস্ট ব্যাংকের করা মামলা নিষ্পত্তির মধ্যদিয়ে ২১০ কোটি টাকা আদালতে রশিদ গ্রুপের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামের দরপত্র আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন:
চেক প্রত্যাখ্যানের মামলায় আলোচিত চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার