রশিদ অ্যাগ্রোর কর্ণধার এই ব্যবসায়ী বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি।
Published : 16 Nov 2024, 10:29 PM
চেক প্রত্যাখ্যানের মামলায় রশিদ অ্যাগ্রো লিমিটেডসহ কয়েকটি কোম্পানির স্বত্বাধিকারী আলোচিত চাল ব্যবসায়ী আব্দুর রশিদ গ্রেপ্তার হয়েছেন।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের এনএস রোডের রথখোলা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান।
কুষ্টিয়া ও রাজশাহীর তিনটি ‘চেক ডিজঅনার’ মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা ছিল বলে জানান তিনি।
আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশন তথা বাংলাদেশ চালকল মালিক সমিতির সভাপতি।
তার গ্রেপ্তারের বিষয়ে ওসি বলেন, “গত ১৭ সেপ্টেম্বর রাজশাহী অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম সাইফুল ইসলামের আদালত ১ কোটি ৬৪ লাখ টাকার একটি চেক ডিজঅনার মামলায় আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
“আদালতের আদেশ কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে পৌঁছনোর পর তাকে গ্রেপ্তার করা হয়।”
এছাড়া কুষ্টিয়া অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আমলী আদালতের বিচারক মাহমুদা সুলতানার আদালতে করা দুইটি সিআর মামলায় কুষ্টিয়ার খাজানগরের রশিদ অ্যাগ্রোর স্বত্বাধিকারী আব্দুর রশিদের বিরুদ্ধে গত সেপ্টেম্বর জারি করা পরোয়ানাতেও তাকে গ্রেপ্তার দেখানোর কথা বলেন ওসি।
শহরে মধ্যবিত্তের পছন্দের তালিকায় ওপরের দিকে থাকা মিনিকেট চালের অন্যতম যোগানদাতা রশিদ অ্যাগ্রো ফুড প্রোডাক্টস। তাদের চালের চাহিদাও বেশ।
গত আওয়ামী লীগ সরকারের সময়ে চালের দাম নিয়ে সমালোচনার মুখে সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশে চালের সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দাম বাড়ানো হচ্ছে। তখন কুষ্টিয়ার খাজানগরে রশিদের মিলে অভিযান চালিয়ে অতিরিক্ত মজুদের দায়ে বহু চাল জব্দ ও জরিমানা করে র্যাব।
তাছাড়া বাজারে চালের দামের প্রসঙ্গ এলেই চালকল মালিকদের নেতা রশিদের নাম আসে।
দীর্ঘদিন ধরে চালের বাজারের দর-দাম নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে চেক প্রত্যাখ্যান মামলায় তার গ্রেপ্তারের তথ্য এল।
কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান রাতেই আব্দুর রশীদকে সংশ্লিষ্ট আদালতে তোলা কথা জানান।
আদালতের পরোয়ানা দেরিতে তামিলের বিষয়ে করা এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, “অনেক ক্ষেত্রে আদালত থেকে গ্রেপ্তারাদেশ নানা কারণে পুলিশ পর্যন্ত পৌঁছতে বিলম্ব হয়।”
কুষ্টিয়ার মুখ্য বিচারিক হাকিম আমলী আদালতের বেঞ্চ সহকারী মতিয়ার রহমান বলেন, চেক প্রত্যাখ্যান মামলায় গ্রেপ্তার চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে আদালতে তোলা হলে বিচারক মাহমুদা সুলতানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চালকল মালিকদের এই ব্যবসায়ী নেতার গ্রেপ্তারের খবরে আলোচনা তৈরি হয়েছে কুষ্টিয়ায়।
আরও পড়ুন
চালের দাম বাড়ার পেছনে মিল মালিকদের 'কারসাজি'