ইমন মোটরসাইকেল নিয়ে খুব দ্রুত রাস্তা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়।
Published : 06 Dec 2024, 01:43 PM
ভোলার সদরের পরানগঞ্জ বিশ্বরোড চত্ত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ওসি হাসনাইন পারভেজ।
নিহত ১৮ বছর বয়সী মো. ইমন সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের শামাদ্দার গ্রামের মো. রফিক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি পারভেজ জানান, ইমন মোটরসাইকেল নিয়ে খুব দ্রুত রাস্তা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইমন নিহত হয়।
ওসি আরও জানান, নিহত ইমনের লাশ পোস্টমর্টেমের জন্য ভোলার ২৫০ শয্যা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।