ওসি মনিরুজ্জামান বলেন, “একটি পরিবার দত্তক নেওয়ার জন্য যোগাযোগ করেছে।”
Published : 11 Nov 2024, 09:57 PM
সিলেটের ফেঞ্চুগঞ্জে কান্নার শব্দ শুনে কবরস্থান থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজ ঘিলাছড়া গ্রামের শাহ আমিন (র.) মাজারের কবরস্থান থেকে নবজাতককে উদ্ধার করা হয় বলে ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান খান জানান।
ওসি বলেন, “পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কবরস্থান থেকে কান্নার শব্দ শুনতে পান স্থানীয় কয়েকজন। এ সময় তারা এগিয়ে গিয়ে ওই নবজাতককে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে স্থানীয় একটি বাড়িতে শরীর পরিষ্কার করা হয় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।”
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, “স্থানীয় লোকজন মেয়ে বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। শিশুটি সুস্থ আছে। আমরা শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি।”
ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব বলেন, “নবজাতক শিশুটিকে উদ্ধার করার খবর শুনে হাসপাতালে তাকে দেখতে গিয়েছি। এই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।”
ওসি মনিরুজ্জামান বলেন, “একটি পরিবার দত্তক নেওয়ার জন্য যোগাযোগ করেছে। মঙ্গলবার উপজেলা প্রশাসনের মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।”