হোটেলে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
Published : 03 Apr 2024, 08:32 PM
বগুড়া সদর উপজেলায় একটি সুপার মার্কেটে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
বুধবার বেলা পৌনে ১২টায় উপজেলার ঠেঙ্গামারা টিএমএসএস হাসপাতালের সামনে ‘টিএনসি নিউ সুপার মার্কেটে’ এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. শহিদুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সালমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে রান্নার চুলা থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন পাশের পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পাশে থাকা টিএমএসএসের পানিবাহী গাড়ি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
সালমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মোছা. সামলা বেগম বলেন, “রান্না করার সময় তেল ছিটকে গিয়ে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দোকানের ফ্রিজসহ মালামাল পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”
ক্ষতিগ্রস্ত দোকান মালিক বাছেদ জানান, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি তার।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত।
আগুনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির দাবি করা হলেও তাৎক্ষণিকভাবে তা নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।