ঘটনাটি জানার পর এ পথ দিয়ে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
Published : 16 Jan 2024, 05:21 PM
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ঘটনাটি জানার পর থেকে এ পথ দিয়ে ধীরগতিতে চলছে ট্রেন।
মঙ্গলবার বেলা ১২টার দিকে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি ফাটল দেখতে পেয়ে বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানান।
উথলী ও দর্শনা রেলপথের তেতুলতলা-ঘোড়ামারা রেল গেইটের মাঝে এ ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মো. মিজানুর রহমান।
তিনি বলেন, ঘটনাটি জানার পর ওই পথ দিয়ে মাত্র ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে। বিষয়টি সংশ্লিষ্ট রেল দপ্তরকে অবহিত করা হয়েছে। তারা ফাটলস্থান পাল্টে ফেলার উদ্যোগ নিয়েছেন।
রেল কর্তৃপক্ষের ভাষ্য, এটি অস্বাভাবিক কোনো ঘটনা নয়; তবে ফাটলের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
স্টেশন মাস্টার মিজানুর আরও বলেন, এর আগেও এমন হয়েছে। কোনো না কোনো কারণে রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে ট্রেন চলাচল বন্ধ রাখার প্রয়োজন নেই। তবে ট্রেন ধীরগতিতে চলছে।