সিদ্ধিরগঞ্জে বাসে আগুন: পুলিশের মামলায় আসামি বিএনপির ৯৩ নেতা-কর্মী

এ মামলায় দুইজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 12:45 PM
Updated : 14 Nov 2023, 12:45 PM

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে অগ্নিসংযোগের ঘটনায় জেলা বিএনপির সভাপতিসহ ৯৩ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ।

সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই রিন্টু চন্দ্র দে বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে ওই থানার ওসি গোলাম মোস্তফা জানান।

বিস্ফোরক আইনের এ মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খানকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, চতুর্থ দফায় বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা অবরোধে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় চাষাঢ়া-শিমরাইল সড়কের পাশে রাখা ‘নাফ পরিবহনের’ একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নেভায়।

বাসে আগুনের ঘটনায় করা মামলায় পুলিশ বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার কথা বলছে। সেইসঙ্গে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বিএনপির নেতাকর্মীরা বাসটিতে আগুন দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ওসি গোলাম মোস্তফা বলেন, এই মামলায় শ্রমিক দলের সোহেল আহমেদ ও বিএনপি নেতা লিয়াকত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।