রংপুরে অটোচালককে হত্যার অভিযোগে কনস্টেবল আটক

রংপুরে অটোরিকশাচালককে পিটিয়ে হত্যার অভিযোগে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

রংপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2020, 07:58 PM
Updated : 23 Dec 2020, 08:43 PM

এ ঘটনায় রংপুর শহরের আশরতপুর এলাকায় বুধবার এলাকাবাসী বিক্ষোভ দেখিয়েছে।

রংপুর সিটি পুলিশের সহকারী কমিশনার আলতাব হোসেন জানান, এ ঘটনায় তারা হাসান আলী নামে এক পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী সাথী বেগমকে আটক করেছেন।

নিহত নাজমুল ইসলাম (৩০) লালমনিরহাটের মোস্তফি এলাকার বাসিন্দা।

বুধবার বিকালে আশরতপুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানান, নাজমুল আশরতপুর ঈদগাহ্পাড়ায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। এই অটোরিকশাটির মালিক কনস্টেবল হাসান আলী। মঙ্গলবার রাতে হাসানের সঙ্গে নাজমুলের বিরোধ বাধে। নামজুলকে মারধর করেন হাসান। বুধবার আশরতপুর এলাকার একটি বাড়িতে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তারা ওই বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

স্থানীয়দের অভিযোগ, নাজমুলকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যার প্রচারণা চালিয়েছেন কনস্টেবল হাসান।

পুলিশ কর্মকর্তা আলতাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় পুলিশ হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগমকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।