সরকারের সঙ্গে চাল বিক্রির চুক্তি বগুড়ার দেড়শ মিলারের
বগুড়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020 08:34 PM BdST Updated: 27 Nov 2020 08:41 PM BdST
সরকারের বেঁধে দেওয়া মূল্যে চাল সরবরাহ করতে মালিক সমিতির অপারগতা প্রকাশের চব্বিশ ঘণ্টার মধ্যে সরবরাহের চুক্তি করেছেন বগুড়ার দেড়শ চালকল মালিক।
সরকারের সঙ্গে বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানিয়েছেন।
তবে চুক্তিতে আসা এই ১৫০ মিল মালিক অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সদস্য কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে গত বুধবার অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটি বগুড়ায় এক সভা থেকে সরকারের বেঁধে দেওয়া মূল্যে চাল সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে।
ওই দিনই নওগাঁয় এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছিলেন, সরকারের বেঁধে দেওয়া মূল্যে চাল দিতে মিলারদের বাধ্য করা হবে।
এবার মিলারদের প্রতি কেজি ধান ২৬ টাকা এবং প্রতি কেজি চাল ৩৭ টাকায় সরবরাহ করতে দাম বেঁধে দেয় সরকার।
জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল ইসলাম জানান, বগুড়ায় সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের লক্ষ্য রয়েছে ৪৮ হাজার মেট্রিক টন। সরকার চাল সরবরাহের চুক্তির শেষ সময় দিয়েছিল ২৬ নভেম্বর বৃহস্পতিবার। ১৭৬০ জন মিল মালিকের মধ্যে ১৫০ জন চুক্তি করেছেন। চুক্তিমতে তারা সাত হাজার মেট্রিক টন চাল সরবরাহ করবেন।
তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চুক্তি করার মেয়াদ বাড়ানো হয়েছে। আরও অনেক মিল মালিক চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন।
মিল মালিক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী বলেন, বাংলাদেশে ১৮ হাজার চাল কল আছে। এরা প্রকৃত ব্যবসায়ী তাই লোকসান দিয়ে চুক্তি করবে না।
“তবে বগুড়া, সিরাজগঞ্জ, কুড়িগ্রামের স্বল্প সংখ্যক মিল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন বলে শুনেছি।”
এই ব্যাপারে জেলা মিল মালিক সামিতির সভাপতি আমিনুল হক বলেন, যারা চুক্তি করেছেন তারা অটো, মেজর এন্ড হাসকিং মিল মালিক সমিতির সদস্য কিনা জানি না। খবর নিয়ে দেখতে হবে।
-
বান্দরবানে জিপ খাদে পড়ে নিহত ৩
-
মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগ
-
ফেনীতে ইট লুটের অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
-
নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে ২ জনের দণ্ড
-
টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে ভারতীয়র লাশ
-
টুঙ্গিপাড়ায় বসেছে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, ৩ হাজার পরিবার পাচ্ছে সুপেয় পানি
-
ময়মনসিংহে বিক্রয়কর্মীর টাকা ‘লুট’, হাতুড়িপেটা
-
ফেনীতে ২ অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত
- ভারতের সেরাম ইনস্টিটিউটে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ৪৪ বছর বয়সে মাঠে ফিরে দিলশানের চমক
- অভিষেকে ছক্কার ঝড়ে গুরবাজের বিশ্ব রেকর্ড
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- ‘খুবই উদার চিঠি লিখেছেন ট্রাম্প’, বললেন বাইডেন
- ‘ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরিও করতে পারে পান্ত’