গোপালগঞ্জে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ক্লিনিক কর্মীর

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেসরকারি ক্লিনিকের এক কর্মী মারা গেছেন; এ জেলায় এটাই এ রোগে প্রথম মৃত্যুর খবর।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2020, 05:00 PM
Updated : 16 May 2020, 05:00 PM

শনিবার রাত পৌনে ৮টার দিকে তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের করোনাভাইরাস ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানিয়েছেন।

৪২ বছর বয়সী এ যুবক শহরের কোর্ট মসজিদ এলাকার বেসরকারি ক্লিনিক মেডিকেয়ারের ওটি সহকারী হিসেবে কাজ করতেন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামে। তবে পরিবার নিয়ে শহরের মারকাজ মহল্লায় বাস করতেন তিনি।

সিভিল সার্জন জানান, করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর তিনদিন আগে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

মৃতের পরিবার সিদ্ধান্ত দেওয়ার পর শনিবার রাতেই ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা লাশ দাফন করবে বলে জানান ওই কর্মকর্তা।