লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

‘দুই সন্তানকে নিয়ে সুমি আত্মহত্যা করার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দেয়।’

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2023, 10:07 AM
Updated : 13 Jan 2023, 10:07 AM

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও তার মেয়ে প্রাণ গেছে। আহত হয়েছে তার আরেক সন্তান।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের দর্জিটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান।

নিহতরা হলেন-পাটগ্রাম ইউনিয়নের ধবলসুতি রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৭) ও তার মেয়ে তাসমিরা তাবাসসুম তাসিম (৬)।

সুমি বাবার নাম আজিজুল ইসলাম; বাবার বাড়ি হাতীবান্ধা উপজেলার টংভাঙা ইউনিয়নে। তার তিন বছরের ছেলে তৌহিদকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ফেরদৌস আলী বলেন, শুক্রবার দিনাজপুরের পার্বতীপুর বুড়িমারী কমিউটার ট্রেনে কাটা পড়ে সুমি ও তার মেয়ে তাসিম ঘটনাস্থলেই নিহত হয়।

এ সময় স্থানীয়রা তৌহিদকে পাটগ্রাম উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে তাকে রংপুরে পাঠানো হয়।

দুই শিশু সন্তানকে নিয়ে সুমি আত্মহত্যা করার জন্য ট্রেনের নিচে ঝাঁপ দেয় বলে ধারণা রেল পুলিশ ফাঁড়ির এ কর্মকর্তার।

ফেরদৌস আরও বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।