জামালপুরে নিখোঁজ ব্যবসায়ীর মাটিচাপা দেহ উদ্ধার, স্ত্রী আটক

ফেরদৌস নামের এই ব্যক্তি ১২ মার্চ রাতে খাবার খেয়ে নিজের মুদি দোকানে ঘুমাতে যান; এরপর থেকে নিখোঁজ ছিলেন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2023, 06:54 PM
Updated : 14 March 2023, 06:54 PM

জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজ এক ক্ষুদ্র ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া মরদেহ পাওয়া গেছে ভুট্টা ক্ষেতে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে পুরিশ। 

মঙ্গলবার বিকালে উপজেলার উত্তর গামারিয়া গ্রাম থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান।

নিহত ফেরদৌস হাসান (৩৮) উত্তর গ্রামারিয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।

নিহতের প্রথম স্ত্রী নাজমা বেগম সাংবাদিকদের বলেন, তার স্বামী ফেরদৌস গত ১২ মার্চ রাতে খাবার খেয়ে নিজের মুদি দোকানে ঘুমাতে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

এ ঘটনায় পরদিন [১৩ মার্চ] তিনি দেওয়ানগঞ্জ থানায় জিডি করেন বলে জানান।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র ধর জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি শ্যামল চন্দ্র ধর।