রেস্তোরাঁয় বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার।
Published : 16 Jan 2025, 10:07 PM
রেস্তোরাঁয় বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ সম্পূরক শুল্ক কমানোর দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন রেস্তোরাঁ মালিক ও শ্রমিকরা।
ব্যবসায়ীদের দাবি, গ্রাহকদের ওপর চাপ কমানোসহ রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করার জন্য আগের ৫ শতাংশ ভ্যাট বহাল রাখা হোক। বাড়তি ভ্যাট কমানো না হলে রেস্তোরাঁ ব্যবসা বন্ধেরও হুমকি দেন মালিকরা। প্রতিনিধিদের পাঠানো খবর-
৯ জানুয়ারি রাতে শতাধিক পণ্য ও সেবায় আমদানি, উৎপাদন, সরবরাহ পর্যায়ে ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি করে সরকার।
তার মধ্যে রেস্তোরাঁর ভ্যাট ৫ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়। আর মিষ্টান্ন ভাণ্ডারের ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে করা হয় ১৫ শতাংশ।
রাজশাহী
রাজশাহীতে বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহারসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধনের আয়োজন করে রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতি।
ব্যবসায়ীদের অভিযোগ, সরকারকে বিপদে ফেলতে কিছু লোকের ভুল তথ্য শুনে রেস্তোরাঁ ব্যবসায়ীদের ওপর ৫ শতাংশ থেকে একলাফে ১৫ শতাংশ ভ্যাট বসানো হয়েছে। যা ভুল সিদ্ধান্ত।
কোভিড-১৯ এর পর থেকে ব্যবসা অবনতির দিকে। দেশে রাজনৈতিক অস্থিরাত বিরাজমান ছিল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। এই সময় এমন ভ্যাট বাড়িয়ে দেওয়া দুঃখজনক।
রাজশাহী জেলা রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি রিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে এতে রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি ও রাজশাহী রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিংকু, যুগ্ম সম্পাদক আবু তাহের, সহ যুগ্ম সম্পাদক রাশেদ ইসলাম, আইটি সম্পাদক নবিলা নওরিন এবং উপদেষ্টা এহসানুল হোদা দুলু বক্তব্য দেন।
মানববন্ধনে রেস্তোরাঁ ব্যবসায়ীরা আট দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- দোকান ভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, ভ্যাট আদায়ের নামে মামলা এবং প্রিভেন্টিভ ভীতি প্রদান বন্ধ ও ভ্যাট আদায়কারীর ব্যবসায়ীদের সঙ্গে সম্মানজনক আচরণ করা, রেস্তোরাঁ খাতে ওয়ান স্টপ সার্ভিস চালু, রেস্তোরাঁ মালিক সমিতির ছাড়পত্র ব্যতীত কাউকে ট্রেড লাইসেন্স না দেওয়া, রেস্তোরাঁ শিল্পের ওপর যেকোনো সিদ্ধান্ত আরোপের আগে রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে আলোচনা করা এবং রেস্তোরাঁ শিল্পকে সরকারি প্রণোদনা আওতায় আনা ও স্বল্প সুদে ঋণ প্রদান।
মানববন্ধন শেষে আট দফা দাবি তুলে ধরে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে বেলা ১১টার দিকে রেস্তোরাঁ মালিক সমিতি ও বেকারি মালিক সমিতির যৌথ আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে মানববন্ধনের আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে জেলার হোটেল রেস্তোরাঁ মালিক, বেকারি মালিক, শ্রমিকসহ দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে রেস্তোরাঁ মালিক সমিতির ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি অতুল কুমার পাল, সহসভাপতি মো. ওয়াসিম আকরাম, অর্থ সম্পাদক আবুল কাশেম, জেলা বেকারি মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক এবং জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি নূর ইসলাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে সারাদেশের রেস্তোরাঁ ব্যবসা। এর আগে ভ্যাট ও সম্পূরক শুল্ক ৫ শতাংশ ছিল, তা পরিশোধ করতেই হিমশিম খেত ব্যবসায়ীরা।
এখন আরও অতিরিক্ত ১০ শতাংশ ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়ে হোটেল মালিকদের ওপর অনেক বড় বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। দ্রুত সময়ের মধ্যে বর্ধিত এই ভ্যাট প্রত্যাহারের দাবি জানান রেস্তোরাঁ মালিকরা।
নরসিংদী
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীতে ভ্যাট প্রত্যাহারের দাবিতে বেলা ১১টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে রেস্তোরাঁ মালিক সমিতি।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন রেস্তোরাঁ মালিক সমিতির নেতারা।
কর্মসূচিতে জেলার ছয় উপজেলার রেস্তোরাঁ মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
নেতারা বলেন, বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা না হলে হোটেল রেস্তোরাঁ পরিচালনা করা সম্ভব হবে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে অতিরিক্ত ভ্যাটের কারণে গ্রাহকদের ওপর নতুন করে চাপ বাড়বে। এ ছাড়া রেস্তোরাঁ পরিচালনা করতে গিয়ে ভ্যাট, ট্যাক্স, বিএসটিআইয়ের অনুমোদন, কলকারখানা লাইসেন্সসহ বিভিন্ন দপ্তরের লাইসেন্স নিতে গিয়ে বাড়তি ভোগান্তিতে পরতে হয়।
গ্রাহকের ওপর চাপ কমানোসহ রেস্তোরাঁ ব্যবসা পরিচালনা করার জন্য আগের ন্যায় ৫ শতাংশ ভ্যাট বহাল রাখার দাবি জানান তারা।
এ সময় নরসিংদী রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ইকবাল মাহমুদ, সহসভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা, আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মলয় কুমার বর্মণ, সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা মিয়া এবং প্রচার সম্পাদক কামরুজ্জামান সরকার বক্তব্য দেন।
ভ্যাট না কমালে রাস্তায় নামার ঘোষণা প্রক্রিয়াজাত খাদ্যপণ্য উৎপাদকদের