“বুধবার সকালে আবারও যাওয়ার চেষ্টা করা হবে। না হয় কেন্দ্রের ব্যাপারে বুধবার সকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”
Published : 28 May 2024, 06:31 PM
নির্বাচন কমিশন ঘোষিত তৃতীয় ধাপের তপসিলে কক্সবাজার জেলার তিন উপজেলায় ভোটগ্রহণ হবে বুধবার।
তিন উপজেলার ১৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ হলেও প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ইউনিয়নের একমাত্র কেন্দ্রে ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে নির্বাচন কমিশন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটের সরঞ্জাম ও ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বীপে পৌঁছতে না পারায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় বুধবার ইভিএমে ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হচ্ছে জেলার নয় উপজেলার ভোট। মঙ্গলবার সকাল থেকে ইভিএমসহ অন্যান্য সরঞ্জাম তিন উপজেলার ১৮৭টি কেন্দ্রে পৌঁছেছে।
এর মধ্যে প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ইভিএম না পৌঁছানোর বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া। ৩ নম্বর সংর্তক সংকেত। সাগর উত্তাল থাকায় সরঞ্জাম ও গ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্বীপে পৌঁছতে পারেননি।
“বুধবার সকালে আবারও যাওয়ার চেষ্টা করা হবে। না হয় কেন্দ্রের ব্যাপারে বুধবার সকালে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে টেকনাফ উপজেলার অপর ৫৯টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে গেছে”, বলেন সহকারী রিটার্নিং কর্মকর্তা।
কক্সবাজার জেলা নির্বাচন কার্যালয় থেকে জানা গেছে, এর আগে দুই ধাপে ছয় উপজেলার নির্বাচন শেষ হয়েছে। বুধবার তিন উপজেলায় মোট ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী নয়জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৩ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আটজন।
রামু উপজেলায় ৬৪টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৮৬ হাজার ৯৫১ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৯৯ হাজার ১২৫, নারী ভোটার ৮৭ হাজার ৮২৬ জন। রামু উপজেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী, পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
উখিয়া উপজেলায় ৬২টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৫১ হাজার ৫৬৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৫৫০, নারী ৭৩ হাজার ১৪ জন। উখিয়া উপজেলায় তিনজন চেয়ারম্যান প্রার্থী, পাঁচজন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং তিনজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।
টেকনাফ উপজেলার ৬০টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৮০ হাজার ৪২০ ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৮৮০, নারী ভোটার ৮৮ হাজার ৫৩৮। টেকনাফ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট নয়জন প্রার্থী রয়েছে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজেম উদ্দিন বলেন, মঙ্গলবার সকাল থেকে ১৮৮টি কেন্দ্রে ভোটগ্রহণের সরঞ্জামসহ সংশ্লিষ্টরা কেন্দ্রে যাওয়া শুরু করেছে। বিকাল ৫টার আগেই সবাই কেন্দ্রে পৌঁছবেন। পর্যাপ্ত সংখ্যক পুলিশ, আনসার দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে বিজিবি, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট টহলে থাকবে। শান্তিপূর্ণ ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ।
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহাফুজুল ইসলাম বলেন, ৩ উপজেলায় ভোটগ্রহণের সব প্রস্তুতি শেষ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। এই তিন উপজেলায় পুলিশ, আনসার মিলে চার হাজারের কাছাকাছি সদস্য দায়িত্ব পালন করবে। একই সঙ্গে বিজিবি ও র্যাব সদস্যরা টহলে থাকবে।