ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গত শুক্রবার রাতে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা ওই যুবককে মৃত ঘোষণা করেন বলে জানান নিহতের বাবা।
নিহত লিটন হোসেন (৩০) ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজিবর রহমানের ছেলে।
আজিবর বলেন, প্রায় সময় মজনু মিয়ার জমির কালাইক্ষেত গরু-ছাগল দিয়ে নষ্ট করতেন প্রতিবেশী মালেক মিয়া। এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি চায়ের দোকানে তাদের বাকবিতণ্ডা হয়।
রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে মজনুর সঙ্গে মালেকের হাতাহাতি হয়। খবর পেয়ে তার চাচাতো ভাই লিটন এগিয়ে বাধা দিলে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন মালেক ও তার লোকজন।
পরে লিটনকে উদ্ধার করে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, লিটনের মৃত্যুর খবরে মালেক ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়েছেন বলে স্থানীয়রা জানান।
মহেশপুর থানার ওসি শামীম উদ্দিন বলেন, হাসপাতালে লিটনের মৃত্যুর কথা তিনি শুনেছেন। মারপিটের ঘটনায় লিটনের স্বজনরা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।