আইনগত ব্যবস্থা নিতে জব্দ ড্রেজার, বাল্কহেড ও আটকদের চাঁদপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, বলেন কোস্টগার্ড কর্মকর্তা।
Published : 19 Dec 2024, 05:20 PM
চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার-বাল্কহেডসহ ৩৮ জনকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোনের বিসিজি চাঁদপুর স্টেশন বিশেষ অভিযান চালায়।
অভিযানে অবৈধভাবে বালু তোলায় একটি ড্রেজার, ১০টি বাল্কহেডসহ ৩৮ জন শ্রমিককে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দ ড্রেজার, বাল্কহেড ও আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।