ভোর থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই ইজতেমা ময়দানে যেতে পারেনি।
Published : 02 Feb 2025, 02:40 PM
গাজীপুর মহানগরীর যারা বিশ্ব ইজতেমা ময়দানে যেতে পারেননি, তাদের জন্য আখেরি মোনাজাত সরাসরি প্রচার করা হয়েছে মাইকে।
রোববার সকালে চান্দনা ঈদগাহ মাঠ, ভোগড়া মধ্যপাড়া নায়েববাড়ি জামে মসজিদ, ভোগড়া ঈদগাহ মাঠসহ বিভিন্ন এলাকায় টিভি লাইভের মোনাজাত মাইকে প্রচার করা হয়। এসব স্থানে শত শত নারী-পুরুষ আখেরি মোনাজাতে অংশ নেন।
চান্দনা ঈদগাহ ময়দানে আখেরি মোনাজাত মাইকে প্রচার করেন সাদিয়া কম্পিউটারের দোকানি শরিফুল ইসলাম শরিফ।
তিনি বলেন, “আখেরি মোনাজাতের আধাঘণ্টা আগে থেকেই লাইভ প্রচার শুরু করা হয়, ইজতেমা মাঠের হেদায়তি বয়ান থেকেই এই প্রচার শুরু করা হয়। লাইভ প্রচার করতে চান্দনা-চৌরাস্তার ঈদগাহ মার্কেটের তারিক মাইক সার্ভিস কয়েকটি মাইকের হর্ন সরবরাহ করেন।
“তাতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে প্রচারিত বয়ান এবং আখেরি মোনাজাত স্পষ্ট শুনতে পান উপস্থিত মুসল্লিরা।”
শরিফুল বলেন, “আগে পুলিশের ওয়াকিটকি ব্যবহার করে এখানে আখেরি মোনাজাতের অংশ নিতে আয়োজন করা হতো। তখন থেকেই যারা ময়দানে অংশ নিতে পারেননি, তারা আখেরি মোনাজাতের দিন চান্দনা-ঈদগাহ মাঠে এসে জড়ো হতেন।
“এসব মানুষের চাহিদা পূরণে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টিভির লাইভ মাইকে কানেক্ট করে প্রচারের ব্যবস্থা করেছি।”
রোববার সকালে শুরায়ে নেজাম (জুবায়ের) অনুসারীদের ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। বেলা ৯টা ১১ মিনিটে শুরু হয় এই মোনাজাত, যা চলে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত।
সালনা এলাকার বাসিন্দা আবুল কালাম বলেন, রোববার ভোর থেকে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তার মতো অনেকেই ইজতেমা ময়দানে যেতে পারেনি।
“চান্দনা চৌরাস্তায় এ লাইভ আয়োজন করায় আমরা সরাসরি এখান থেকে বয়ান-মোনাজাত শুনতে ও বুঝতে পারছি। যারা এ আয়োজন করেছে, তাদের ধন্যবাদ জানাই।”
চান্দনা এলাকা থেকে আখেরি মোনাজাতে অংশ নেওয়া রহিমা খাতুন বলেন, “চান্দনা ঈদগাহ মাঠের একপাশে আইন উদ্দিন সরকার দাখিল মাদ্রাসার সামনে বসে মোনাজাতের শরিক হতে পেরে ধন্য মনে করছি।
“আমার মতো অনেক নারী এখানে এ মোনাজাতে শরিক হয়েছেন। এখানে স্থানীয় মহিলারা মোনাজাতে অংশ নিয়েছেন।”
ভোগড়া মধ্যপাড়া বাজার এলাকায় গাজীপুর মডেল একাডেমি চত্বরে নারীদের জন্য মোবাইল ফোনের সঙ্গে সাউন্ড সিস্টেমের সংযোগ ঘটিয়ে মোনাজাত প্রচার করেন স্থানীয় ব্যবসায়ী আইনুল হোসেন। একইভাবে গাজীপুরের শিমুলতলী, চান্দনা-চৌরাস্তা আশেপাশের বিভিন্ন এলাকায় সমবেত হয়ে অনেকেই মোনাজাতে অংশ নেন।