মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে ১৩ দিনে এ নিয়ে স্থলমাইন বিস্ফোরণে তিনজনের পা বিচ্ছিন্নের ঘটনা ঘটল।
Published : 08 Apr 2025, 03:37 PM
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলা সীমান্তে আবারও স্থলমাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালের দিকে উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী ৪৬-৪৭ নম্বর পিলারের শূন্যরেখায় মিয়ানমারে অভ্যন্তরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছে পুলিশ।
আহত তৈয়ব (৩৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কম্বোনিয়া এলাকার বাসিন্দা ছাবের আহমদের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুল হক দুপুরে সাংবাদিকদের বলেন, “সীমান্তের ওপারে মাইন বিস্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি। চিকিৎসা জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে শুনেছি।”
“কিন্তু তাকে ঠিক কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।”
এর আগে ২৬ মার্চ সন্ধ্যায় উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি সীমান্তবর্তী এলাকার ৪৯ নম্বর সীমান্ত পিলারে শূন্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি মোহাম্মদ শহীদুল্লাহর এক পা বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি পণ্য চোরাচালান করতে গিয়েছিলেন বলে ধারণা করেন স্থানীয়রা।
এ ঘটনার ১১ দিনের মাথায় রোববার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া এলাকায় মাইন বিস্ফোরণে পা উড়ে যায় বাংলাদেশি যুবক মোহাম্মদ ফিরোজ ওরফে ফিরোজ আলমের (৩০)। তিনি সেখানে মাছ ধরেত গিয়েছিলেন বলে স্থানীয়রা জানান।
কিছুদিন আগেই মিয়ানমারের রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা দখলে নিয়ে নেয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। এরপরও সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটছে। এই পরিপ্রেক্ষিতে রাখাইন থেকে পালিয়ে আরও প্রায় ৭০ হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছেন।
যুদ্ধ পরিস্থিতির মধ্যে সীমান্ত এলাকায় প্রচুর স্থলমাইন পুঁতে রাখা হয়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
এসব ঘটনার মধ্যেই বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণে একজনের পা উড়ে যাওয়ার তথ্য এল।
স্থানীয়রা জানিয়েছেন, আহত তৈয়বের ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়েছে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা উড়ে গেল
নাইক্ষ্যংছড়ি সীমান্তে 'মাইন বিস্ফোরণে' যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার খবর