Published : 27 Mar 2025, 11:03 AM
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ‘স্থলমাইন বিস্ফোরণে’ এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক বলেন, উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ি সীমান্তবর্তী এলাকার ৪৯ নম্বর সীমান্ত পিলারে শূন্য রেখায় মিয়ানমারের অভ্যন্তরে বুধবারের সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহত ২০ বছর বয়সী মোহাম্মদ শহিদুল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের লেম্বুছড়ির বাহির মাঠ এলাকার বাসিন্দা বাদশা মিঞার ছেলে।
স্থানীয়রা বলেন, বাংলাদেশের পণ্য চোরাই পথে পাচারের জন্য মিয়ানমার সীমান্তের ওপারে যায় শহিদুল্লাহ। চোরাই পণ্য দিয়ে এপারে
ফিরে আসার সময় লেম্বুছড়ি বিওপির ৪৯ সীমান্ত পিলারে শূণ্যরেখায় মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণ হয়।
স্থানীয়দের বরাতে ওসি মাসরুরুল হক বলেন, “বিস্ফোরণে ওই যুবকের বাম পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
“সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে হাসপাতাল থেকে বেরিয়ে গেছে বলে শুনেছি। তবে সে এখন কোথায় আছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।”
ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।