বিজিবি জানায়, ফিরোজ মাছ শিকারে গিয়েছিলেন; মাইন বিস্ফোরণ তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
Published : 06 Apr 2025, 09:07 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
রোববার দুপুরে উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে তোতার দিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান।
আহত মোহাম্মদ ফিরোজ ওরফে ফিরোজ আলম (৩০) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার বাসিন্দার মো. আলী আহমদের ছেলে। তিনি একজন জেলে।
বিজিবি জানায়, বিস্ফোরণের এলাকাটি হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম ১৮ হতে দেড় কিলোমিটার দক্ষিণ পূর্বদিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে।
ফিরোজ মাছ শিকারে গিয়েছিলেন। মাইন বিস্ফোরণ তার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে। পরবর্তীতে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে এনে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।